মঙ্গলবার, ডিসেম্বর ৫, ২০২৩
Homeজাতীয়ঢাকা থেকে ছিনতাই হওয়া প্রাইভেটকার সখীপুরে উদ্ধার ২ ছিনতাইকারী গ্রেফতার

ঢাকা থেকে ছিনতাই হওয়া প্রাইভেটকার সখীপুরে উদ্ধার ২ ছিনতাইকারী গ্রেফতার

 

এম সাইফুল ইসলাম শাফলু:

ঢাকা থেকে দুইদিন আগে ছিনতাই হওয়া একটি প্রাইভেটকার টাঙ্গাইলের সখীপুর থেকে উদ্ধার করেছে র‌্যাব। মঙ্গলবার সন্ধ্যায় সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতর থেকে গাড়িটি উদ্ধার করা হয়। এ সময় দুই ছিনতাইকারীকেও গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- সখীপুর উপজেলার গড়গবিন্দপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে সুজন আহমেদ (১৯) ও ভালুকা উপজেলার চানপুর গ্রামের শহীদুল্লাহ’র ছেলে আবদুল কাদির (১৯)।

গাজীপুর র‌্যাব-১ (উত্তরা, ঢাকা) এর একটি সূত্রে জানা যায়, গত সোমবার ঢাকা থেকে প্রাইভেটকার (ঢাকা মেট্রো-খ-১১-৯৪৪৪) ছিনতাই হয়। ওই গাড়ির মালিক র‌্যাব সদর দপ্তরে অভিযোগ করলে র‌্যাব-১ এর এএসপি আসাদুজ্জামানের নেতৃত্বে একটি দল গাড়িটি উদ্ধারে অভিযান চালায়। পরে মঙ্গলবার সন্ধ্যায় সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতর থেকে গাড়িটি উদ্ধার করা হয়। এ সময় একজন দৌড়ে পালিয়ে গেলেও অপর দুইজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১ এর এএসপি আসাদুজ্জামান বলেন, তথ্য প্রযুক্তি ব্যবহার করে ছিনতাই হওয়া গাড়িটি উদ্ধার করা হয় এবং জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -