নিজস্ব প্রতিবেদক: ঘন কুয়াশা কমতে শুরু করায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধৃ সেতু মহাসড়কে যানজট নেই। ফলে পরিবহন চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ৮ টায় টোলপ্লাজার বুথ খুলে দেয়ার পর ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকে যানবাহন চলাচল। পরে সকাল ৯ টার পর থেকে যানবাহন স্বাভাবিক গতিতে চলাচল করছে।
এরআগে ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে ভোররাত ৪ টা থেকে সকাল ৮ টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু পূর্ব ও সেতু পশ্চিমের টোল আদায় বন্ধ থাকে। এতে করে বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে এলেঙ্গা পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহন যানজট সৃষ্টি হয়। যানজট নিরসনে কাজ করে পুলিশ সদস্যরা।
এ ব্যাপারে এলেঙ্গা হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হাসান জানান, ভোররাত থেকে টোল আদায় বন্ধ থাকার পর সকাল ৮ টা থেকে বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় শুরু হয়। এতে কিছু সময় যান চলাচল ধীরগতি থাকলেও বেলা ৯ টার পর থেকে স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করছে। এ মহাসড়কে এখন যানজট নেই।