মঙ্গলবার, অক্টোবর ৩, ২০২৩
Homeজাতীয়ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১, উপ-নির্বাচন আগামীকাল বৃহস্পতিবার

ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১, উপ-নির্বাচন আগামীকাল বৃহস্পতিবার

অনলাইন ডেস্ক: ঢাকা-১৮ আর সিরাজগঞ্জ-১ আসনে বৃহস্পতিবার (১২ নভেম্বর) অনুষ্ঠিত হবে জাতীয় সংসদের উপনির্বাচন। নির্বাচন ঘিরে সংশ্লিষ্ট এলাকায় বাড়তে শুরু করেছে কর্ম ব্যস্ততা।

এরই মধ্যে সব প্রস্ততি শেষ করেছে নির্বাচন কমিশন। নির্বাচনী এলাকায় পৌঁছে গেছে, সরঞ্জাম। এই দুটি আসনেই এবার ভোট হবে ইলেকট্রোনিক ভোটিং মেশিন-ইভিএম-এ। এ সংক্রান্ত যন্ত্রাংশ দুই নির্বাচনি এলাকায় পাঠানো হয়েছে।

সেই সাথে, নির্বাচনি এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। এদিকে, দলীয় নেতাকর্মী ও ভোটারদের হুমকি ও হয়রানির অভিযোগ করেছেন ঢাকা ১৮ আসনের বিএনপি প্রার্থী।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -