নিজস্ব প্রতিনিধি : বঙ্গবন্ধুর খুনী নূর চৌধূরী এবং ঘোষিত শীর্ষ সন্ত্রাসী তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে শাস্তি দেওয়ার দাবীতে মানববন্ধন ও সমাবেশ কর্ম সূচি পালন করেছে।
রোববার দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে সজীব ওয়াজেদ জয় পরিষদের ব্যানারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্ম সূচি পালন করে তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন টাঙ্গাইল শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এমএ রৌফ, সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতি হাসান রিয়াদ, সাধারন সম্পাদক হাফিজ হাসনাত আপেল, সহ-সভাপতি মেহেদী হাসান নোবেল, যুগ্ম সাধারন সম্পাদক মো. রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক আকাশ খান প্রমুখ।
ঘন্টাব্যাপী মানববন্ধনে উপস্থিত ছিলেন জয়সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃ বৃন্দ।