শুভ্র মজুমদার, কালিহাতী: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কোকডহরা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে কোকডহরা ইউনিয়নের হাসপাতাল মাঠ প্রাঙ্গণে এই সমাবেশ আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন কোকডহরা ইউনিয়ন বিএনপির সভাপতি আলাল হোসেন ফুল মামুদ। প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো, এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিন শাহীন।
স্থানীয় নেতাদের সক্রিয় অংশগ্রহণ:
সভায় বক্তব্য রাখেন কালিহাতী উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম (শোভা), সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (ভিপি রফিক), সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া, সাবেক সহ-সভাপতি আনছার আলী সিকদার, কোকডহরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিউর রহমান খান শাফি ও নজরুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এস এম আমিনুল হক এবং সাবেক ছাত্র নেতা সোহেল খান।
জনসভায় তারেক রহমানের ৩১ দফার প্রয়োজনীয়তা ও স্থানীয় রাজনীতির নানা দিক নিয়ে গভীর আলোচনা করা হয়। নেতৃবৃন্দ জনগণকে ঐক্যবদ্ধ হয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে আন্দোলনকে আরও জোরদার করার আহ্বান জানান এবং বিএনপিকে শক্তিশালী করার জন্য তৃণমূল পর্যায়ে সক্রিয় থাকার নির্দেশ দেন।
উৎসাহ উদ্দীপনা এবং বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে অনুষ্ঠিত এই জনসভাটি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।