সিনিয়র ক্রীড়া প্রতিবেদক :টাইগার একাদশঃ তামিম, বিজয়, লিটন/সাব্বির, মুশফিক, সাকিব, মাহমুদউল্লাহ, সৈকত, মিরাজ, মাশরাফি, রুবেল/রাহী ও মুস্তাফিজ।
শনিবার সেন্ট কিটসে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। সরাসরি দেখাবে বিটিভি, জিটিভি, চ্যানেল নাইন, সনি ইএসপিএন ও র্যাবিটহোল অ্যাপ।
বল বাই বল ধারাভাষ্য দিবে,Radio Bhumi 92.8 FM।