ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে অপর একটি ট্রাক ধাক্কা দিয়েছে। এতে ট্রাক দুটির হেলপাররা নিহত হয়েছেন।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে মহাসড়কের কালিহাতী উপজেলার পৌলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বগুড়া সদরের ব্রাহ্মনপাড়া এলাকার আমজাদ হোসেনের ছেলে মেহেদী হাসান (২৪) ও রংপুরের পীরগঞ্জ উপজেলার কলোনীবাজার এলাকার মো. সবুজ মিয়ার ছেলে শাহিন মিয়া (২২)।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, ঢাকা থেকে একটি ট্রাক রংপুরের দিকে যাচ্ছিলো। ভোর সাড়ে ৪ টার দিকে কালিহাতী উপজেলার পৌলি এলাকায় আসলে ট্রাকটির পেছনের চাকা ফেটে যায়। ট্রাকের চালক ও হেলপার গাড়ি থেকে নেমে পেছনের দিকে যান। অপর একটি ট্রাক পেছন থেকে এসে দাঁড়িয়ে থাকা ট্রাকটিতে ধাক্কা দেয়। এসময় নিচে দাঁড়িয়ে থাকা ট্রাকের হেলপার ও পেছন থেকে ধাক্কা দেওয়া ট্রাকটির হেলপার ঘটনাস্থলেই মারা যান।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ মো. নবীন হোসেন জানান, ট্রাক দুটি আটক করা হয়েছে। আইনী পক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।