নিজস্ব প্রতিবেদক: মোবাইল ফোন কলের মাধ্যমে ধর্মীয়ভাবে নানা ফাঁদে ফেলে ও প্রলোভন দেখিয়ে মানুষের সাথে প্রতারণা করে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে কথিত জ্বীনের বাদশা ও তার সহযোগি ২ প্রতারককে গ্রেফতার করেছে টাঙ্গাইলের সিপিসি-৩ এর সদস্যরা।
সোমবার (৩০জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে আয়োজিত এক সাংবাদিক সংবাদ সম্মেলন করে টাঙ্গাইলের র্যাব-১৪, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এ বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- ভোলা: বোরহানউদ্দিন উপজেলার চকঢোষ গ্রামের আবুল কাশেম মাতাব্বরের ছেলে মো. কবিরাজ আকবর আলী ওরফে রাশেদ মাতব্বর ও জলিল মাতব্বরের ছেলে মো. মিরাজ হোসেন।
র্যাব-১৪, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, টাঙ্গাইলের কালিহাতি উপজেলার ছিলিমপুর গ্রামের এক প্রবাসীর স্ত্রীর সাথে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে কথিত জ্বীনের বাদশা আকবর আলী। পরে ধর্মীয়ভাবে প্রলোভনের ফাঁদে ফেলে নগদ ও বিকাশের মাধ্যমে ৭ লাখ ৪৭ টাকা হাতিয়ে নেন।
এ ঘটনায় সম্প্রতি ওই প্রবাসীর স্ত্রী বাদী হয়ে কাালিহাতী থানায় একটি মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে র্যাব সদস্যরা প্রতারক চক্র গ্রেপ্তার লক্ষে অভিযানে নামেন। পরে কথিত জ্বীনের বাদশা আকবর ও তার সহযোগী মিরাজকে ভোলা জেলার বোরহান উদ্দিন থানার চকঢোষ গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।