নিজস্ব প্রতিবেদক: কৃষক শ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন- আমাদের দেশের অবস্থা ভালো নেই, একেবারেই ভালো নেই। দেশের মানুষের মানবিকতা নেই, মান-সম্মান নেই, ছোট বড় পার্থক্য নেই, সবাই বাদশা।
বঙ্গবীর বলেন, স্বাধীন দেশে শিশুকে বেঁধে রেখে মুক্তিপণ আদায় করে। এ জন্য দেশে মুক্তিযুদ্ধ করি নাই। এটা মানুষের দেশ হয় নাই। যত বড় বড় কথা বলুক দেশে উন্নয়ন হয়েছে, দালান কোঁঠা হয়েছে, মাদরাসা হয়েছে। সারাদিন যে কামলা দিয়ে খায় সেই মানুষটা বাজারে গিয়ে পেঁয়াজ কিনতে পারে না, মরিচ কিনতে পারে না, লবণ কিনতে পারে না। আমি চাই যে মানুষ পরিশ্রম করবে তিনি সম্মান নিয়ে ভালোভাবে বেঁচে থাকবে।
শুক্রবার (২৯ ডিসেম্বর) রাত ১০ টার দিকে টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাউলজানী ইউনিয়নের কলিয়া গ্রামে হযরত ছিদ্দিক তোতা শাহ কবির (রা:) এর বাৎসরিক ওরশ মাহফিলে তিনি এসব কথা বলেন।
বাসাইল পৌরসভার সাবেক মেয়র আব্দুর রহিম আহমেদকে উদ্দেশ্য করে বলেন, ইলেকশনে খুব জোর পেয়েছিল, নৌকা পেয়ে। সরকার, মরকার নেই। মানুষ নিয়ে গুঁড়া করে ফেলবে। মানুষকে যারা অত্যাচার করে, মানুষকে যারা ঠকায় তাদেরকে ছাড় হবে না।
ওরশ মাহফিলে বাসাইল পৌরসভার মেয়র রাহাত হাসান টিপু, সাবেক মেয়র আব্দুর রহিম আহমেদ, হযরত ছিদ্দিক তোতা শাহ কবির (রা:) এর ছেলে হযরত আবু বক্কর ছিদ্দিক, উপজেলা কৃষক শ্রমিক জনতালীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম খান, উপজেলা যুব আন্দোলনের সভাপতি জাহাঙ্গীর বিন জাফর প্রমুখ উপস্থিত ছিলেন।
টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে কৃষক শ্রমিক জনতা লীগের (গামছা) প্রতীকের প্রার্থী ও দলটির সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বীর উত্তম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত বাসাইল পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী আব্দুর রহিম আহমেদকে পরাজিত করে বিজয়ী হন কৃষক শ্রমিক জনতালীগ মনোনীত (গামছা) প্রতীকের প্রার্থী রাহাত হাসান টিপু।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।