রবিবার, ফেব্রুয়ারি ৯, ২০২৫
Homeআন্তর্জাতিকদেশে গ৩ ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ৭ নতুন শনাক্ত ৭০৯ জন

দেশে গ৩ ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ৭ নতুন শনাক্ত ৭০৯ জন

হামারী করোনাভাইরাসে দেশে গত চব্বিশ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৭০৯ জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ হাজার ১৩৪ জনে।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যূবরণ করেছেন আরও ৭ জন। প্রথমবারের মতো মৃতের সংখ্যা দুশো ছাড়াল। এ নিয়ে মোট ২০৬ জন মৃত্যুবরণ করলেন।

শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

অনলাইন বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৫৯৪১টি পরীক্ষা করে নতুন আরও ৭০৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ সময় জানানো হয়, নতুন করে আরও সুস্থ হয়েছেন ১৯১ জন। এ নিয়ে মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো ২১০১ জনে।

প্রসঙ্গত, দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে ক্রমেই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। দেশে এখন পর্যন্ত ১৩ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -