শনিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৫
Homeটাঙ্গাইল জেলাধনবাড়ীতে ইয়াবাসহ ২ জন গ্রেফতার

ধনবাড়ীতে ইয়াবাসহ ২ জন গ্রেফতার

ইমাম হাসান সোহান, ধনবাড়ী: দটাঙ্গাইলের ধনবাড়ী থানা পুলিশ আটচল্লিশ পিছ ইয়াবাসহ দুই জন আসামি গ্রেফতার করে টাঙ্গাইল জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে।

গোপন সূত্রে খবর পেয়ে ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ এস এম শহিদুল্লাহ এর নেতৃত্বে রবিবার (১৮ জানুয়ারী) ভোররাতে এসআই মনজুরুল , এএসআই আব্দুল হাকিম সঙ্গীয় ফোর্স নিয়ে বলিভদ্র ইউনিয়নের গনিপুর সাকিনে অভিযান পরিচালনা করে ক্রয় বিক্রেয়ের উদ্দেশ্যে সঙ্গে থাকা আটচল্লিশ পিস ইয়াবাসহ ০২ জনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।

আসামি দ্বয়ের নাম ঠিকানা ও মামলার বিবরণে জানা যায়, ১/মোঃ রাসেল মন্ডল ওরফে সোনা মন্ডল (৩৬) , পিতা – হবি মন্ডল গ্রাম গনিপুর , উপজেলা -ধনবাড়ী, জেলা- টাঙ্গাইল; টাঙ্গাইল এর ধনবাড়ী থানার এফ আই আর নং ০৩ , তারিখ ১৮ জানুয়ারী ২০২৫ । ২/ বিপ্লব (৩৮) , পিতা – খন্দকার শামসুল হক, গ্রাম- জোতকাশি , উপজেলা – ধনবাড়ী, জেলা – টাঙ্গাইল; টাঙ্গাইলের ধনবাড়ী থানার জি আর নং ০৩ , তারিখ ১৮ জানুয়ারি ২০২৫।

উভয় আসামিকে ভোর রাত ০৩ টায় গ্রেফতার করা হয় এবং মামলার ধারা – ৩৬(১) সারণির ১০(ক) মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এ টাঙ্গাইল জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -