ইমাম হাসান সোহান, ধনবাড়ী: টাঙ্গাইলের ধনবাড়ীতে নির্মাণ প্রকৌশলী শ্রমিক ইউনিয়নের আহবায়ক কমিটির শপথ ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, সহ-সভাপতি হাফেজ খাইরুল ইসলাম মুন্সি, সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মহব্বত, সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক লেবু, পৌর বিএনপির সভাপতি এসএমএ ছোবাহান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমাম হাসান (সোহান) প্রমুখসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।