ইমাম হাসান সোহান, ধনবাড়ী থেকে: টাঙ্গাইলের ধনবাড়ীতে শহীদ জিয়া সৈনিক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ নভেম্বর) রাতে উপজেলার ধোপাখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ড সান্ডালপুর বড় পুকুর পাড়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় শহীদ জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি জহিরুল ইসলাম রাজনের সভাপতিত্বে ও ধনবাড়ী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সজিবের সঞ্চালনায় অতিথি ছিলেন- উপজেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ খায়রুল ইসলাম মুন্সি, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক ও ধোপাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামাল হোসেন তালুকদার মিন্টু প্রমুখ।