ইমাম হাসান সোহান, ধনবাড়ী: টাঙ্গাইলের ধনবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে ।
ধনবাড়ী উপজেলা পরিষদের হলরুমে সোমবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসার মো: আবু সাঈদের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয় । সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি সায়েম ইমরান, ধনবাড়ী থানার এস আই মো: মনোয়ার হোসাইন, আইন-শৃঙ্খলা কমিটির সকল সদস্যবৃন্দ, ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সভাপতি জীবন মাহমুদ শক্তি, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হাসান (সোহান) সহ অন্যান্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।
সভাপতির বক্তব্যে ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো: আবু সাঈদ বলেন,’ মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থান গ্রহণ করেছে । ধনবাড়ী থানা পুলিশ এ ব্যাপারে সতর্ক রয়েছে । মাদক ব্যবসায়ী বা সেবনকারীদের সামাজিক ভাবে বয়কট করতে হবে । কেউ ধরা পড়লে কোন প্রকার সুপারিশে কাজ হবে না । মাদক ব্যবসায়ী বা সেবনকারীরা পারিবারিক সাপোর্ট না পেলে এই পথে আসতো না, তাই মাদকের সাথে জড়িত পরিবার গুলো যেন সরকারি সাহায্য সহযোগিতা না পায় সে বিষয়ে ব্যবস্থা গ্রহণের সময় এসেছে ।
এছাড়াও সামাজিক এবং রাষ্ট্রীয় ভাবে বয়কট হলে মাদক অনেকাংশেই কমে যাবে। গ্রাম পুলিশ এবং গ্রাম আদালত সম্পর্কে জনগণকে বিস্তারিত ধারণা রাখার ব্যবস্থা গ্রহণ করতে হবে। বাল্যবিবাহ, কৃষি জমির মাটি কাটা, ইভটিজিং, জুয়া, চাঁদাবাজি সকল বিষয়ে তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো: আবু সাঈদ ।