ইমাম হাসান সোহান, ধনবাড়ী: টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার “ধনবাড়ী কলেজিয়েট মডেল স্কুল” এবং “ধনবাড়ী কলেজিয়েট প্রাইমারী স্কুল” এর বার্ষিক অনুষ্ঠান- ২০২৫ এর পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল দশটায় স্কুল প্রাঙ্গণে।
উক্ত পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ বাবুল হাছান । ধনবাড়ী কলেজিয়েট মডেল স্কুলের প্রধান শিক্ষক এস. এম. মাসুদ কবীর পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ।
বৃহস্পতিবার অনুষ্ঠিত”ধনবাড়ী কলেজিয়েট মডেল স্কুল” এবং “ধনবাড়ী কলেজিয়েট প্রাইমারী স্কুল ” এর বার্ষিক অনুষ্ঠান- ২০২৫ এর পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সভাপতি জীবন মাহমুদ শক্তি এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হাসান (সোহান) ।
প্রধান অতিথির বক্তব্যে ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ স্কুলের শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি মনোযোগী হতে বলেন । তিনি শিক্ষার্থীদের মোবাইল ফোন ত্যাগ করতে বলেন। লেখাপড়া শেষ করে জীবনে এমন কিছু করে দেখাতে বলেন যাতে ধনবাড়ী কলেজিয়েট মডেল স্কুলের শিক্ষার্থী হিসেবে সবাই গর্ব করতে পারে। তিনি স্কুল প্রাঙ্গণে একটা ভবন নির্মাণের আশ্বাস দেন। বক্তব্য শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। এসময় স্কুলের বর্তমান ও প্রাক্তন শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।