বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
Homeটাঙ্গাইল জেলাধনবাড়ীধনবাড়ীতে শিক্ষার মান উন্নয়নে সমন্বয় সভা

ধনবাড়ীতে শিক্ষার মান উন্নয়নে সমন্বয় সভা

ধনবাড়ী প্রতিনিধি : টাঙ্গাইলের ধনবাড়ীতে শিক্ষার মান উন্নয়নে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সমন্বয়ে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সোমবার মুশুদ্দি আফাজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মতিউর রহমান খাঁনের সভাপতিত্বে সভায় শিক্ষার মান উন্নয়ন বিষয়ে বিস্তারিত আলোকপাত করে বক্তব্য রাখেন ধনবাড়ী উপজেলা একাডেমিক সুপারভাইজার নজরুল ইসলাম, প্রেসক্লাব সম্পাদক আনছার আলী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাফিজুর রহমান তালুকদার শোভা, ধনবাড়ী কলেজিয়েট মডেল স্কুলের প্রধান শিক্ষক মাসুদ কবির, বলদি আটা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ্য মাওলানা আফজাল হোসাইন, মুশুদ্দি আফাজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মফিজুল করিম লালু প্রমূখ।

উক্ত সভায় সরকারী কর্মকর্তা ছাড়াও উপজেলার মাধ্যমিক পর্যায়ের সকল স্কুল ও মাদ্রাসার প্রধানগণ উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -