বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
Homeটাঙ্গাইল জেলাধনবাড়ীধনবাড়ীতে শিশু ক্যান্সার নিরাময়ে স্বাস্থ্যসেবা বিষয়ক কর্মশালা

ধনবাড়ীতে শিশু ক্যান্সার নিরাময়ে স্বাস্থ্যসেবা বিষয়ক কর্মশালা

ধনবাড়ী প্রতিনিধি : টাঙ্গাইলের ধনবাড়ীতে ক্যান্সার নিরাময়ে স্বাস্থ্যসেবা বিষয়ক কর্মশালা ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে অনুষ্ঠিত হয়। মঙ্গলবার আশিক ফাউন্ডেশন ফর চাইল্ডহুড ক্যান্সার এবং এনভিআইডিআইএ ফাউন্ডেশন অব ইউএসএ এর যৌথ সহযোগিতায় আশিক মোবাইল পেডিয়াট্রিক প্যারিয়েটিভ কেয়ার ক্লিনিক (পিপিসিসি) দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে।

আশিকের প্রতিনিধি ইকবাল হোসেনের সভাপতিত্বে কর্মশালায় শিশু ক্যান্সার নিরাময় সংক্রান্ত স্বাস্থসেবা বিষয়ে বিস্তারিত আলোকপাত করে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইদা খানম, উপজেলা ভাইস চেয়ারম্যান শামছুল হুদা, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা. শাহানাজ সুলতানা, মা ও শিশু হাসপাতালের চেয়ারম্যান আ. ওয়াদুদ তালুকদার সবুজ, প্রেসক্লাব সম্পাদক আনছার আলী, বঙ্গবন্ধু শেখ মজিব মেডিকেল হাসপাতালের প্যালিয়েটিভ সেবা বিষয়ক ডা. রুবাইয়াত রহমান, আশিক ফাউন্ডেশনের ম্যানেজার কামরুন্নাহার লাভলী, সালমা সুলতানা প্রমূখ।

কর্মশালায় সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি পেশার ১২০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -