ধর্ষণের অভিযোগে জেলের সাজা হয়েছে দানি আলভেসের। গত শুক্রবার যৌন হয়রানির অভিযোগ প্রমান হলে স্পেনে গ্রেপ্তার হন ব্রাজিলিয়ান ফুটবল তারকা। গতকাল তাকে আদালতে হাজির করা হয়েছিল। আলভেজের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানো হয়।
কাতার বিশ্বকাপেও ব্রাজিল দলে ছিলেন তিনি। ব্রাজিলের হয়ে সবচেয়ে বেশি বয়সে বিশ্বকাপ খেলার নজির গড়েছেন আলভেস। কিন্তু বিশ্বকাপের পরই বিপাকে পড়লেন তিনি।
স্পেনের একটি আদালত আলভেসকে জেলের সাজা দিয়েছে। আলভেসকে বার্সিলোনার একটি পুলিশ স্টেশনে হাজির হতে বলা হয়েছিল। আলভেস সেখানে আসার পর জেরা করে পুলিশ।
তারপর বার্সিলোনার প্রাক্তন ফুটবলারকে গ্রেপ্তার করা হয়। আলভেসের আইনজীবী জামিনের আবেদন করেছিলেন। কিন্তু আদালতের আশঙ্কা, ছাড়া পেলে পালিয়ে যেতে পারেন আলভেস। তাই জামিন বাতিল করা হয়। গত ২ জানুয়ারি বার্সিলোনার একটি থানায় আলভেসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন এক তরুণী। গত বছরের শেষ দিকে বার্সিলোনার একটি পানশালায় আলভেসের সঙ্গে তার পরিচয়।
সেখানেই শৌচাগারে আলভেস তরুণীকে ধর্ষণ করার চেষ্টা করেন বলে অভিযোগ। তরুণী জানিয়েছেন, জোর করে তার অন্তর্বাসের মধ্যে হাত ঢুকিয়ে দেন আলভেস। কোনোরকমে সেখান থেকে বেরিয়ে পালিয়ে বাঁচেন তিনি। আলভেস অবশ্য স্বীকার করেছেন, সেই রাতে তিনি পানশালায় ছিলেন।
কিন্তু কোনো তরুণীর সঙ্গে খারাপ আচরণ করেননি বলে দাবি করেছেন আলভেস। তবে আলভেসের স্ত্রী জানিয়েছেন, বার্সিলোনায় আলভেসের অনেক বন্ধু আছে। পুরনো বন্ধুদের সঙ্গে পার্টি করতে গিয়েছিলেন তিনি।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।