নিউজ ডেস্ক: নতুন বোরো ধানের দাম বাড়িয়ে কেনার সুযোগ আপাতত সরকারের হাতে নেই বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক। শনিবার (১৮ মে) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে অনুষ্ঠিত এক সেমিনারে মন্ত্রী এ কথা বলেন।
কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেন, ‘ধান কিনে দাম বাড়ানোর সুযোগ সরকারের হাতে নেই। ধানের দাম বাড়ানোর একমাত্র উপায় হল, চাল রপ্তানি করা।’
কৃষিমন্ত্রী আরো বলেন, ‘গতবারের মজুদ এখনো অবশিষ্ট আছে ৮ থেকে ১০ লাখ টন। মিলাররাও গতবার আমাদের অনুরোধে ব্যাংক থেকে টাকা নিয়ে ধান কিনে গুদামে রেখেছেন। তাঁরাও সেগুলো এখন বিক্রি করতে পারছেন না।’
এবার মৌসুমের শুরুতে থেকেই ধানের দাম নিয়ে কৃষকদের মধ্যে অসন্তোষের কারণে সরকার প্রতিকেজি ২৬ টাকা দরে কৃষকের কাছ থেকে ধান কেনার ঘোষণা দিলেও কৃষক সেই দাম পাচ্ছে না। কৃষকের অভিযোগ, ধান বেচে যে দাম পাচ্ছেন তাতে খরচও উঠছে না।