বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
Homeজাতীয়'ধান এতই উৎপাদন হয়েছে কিছুতেই দাম বাড়ছে না

‘ধান এতই উৎপাদন হয়েছে কিছুতেই দাম বাড়ছে না

নিউজ ডেস্ক: সরকার ৩৬ টাকা কেজি দরে চাল কিনলেও প্রভাবশালী, মিলার ও সরকারি কর্মকর্তাদের কারণে কৃষকরা প্রকৃত দাম পাচ্ছেন না বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

মঙ্গলবার (১৪ মে) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের কাছে এই অভিমত ব্যক্ত করেন তিনি। এ বছর আমন ও বোরো ধানে উদ্বৃত্ত উৎপাদন হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘সরকার ৩৬ টাকা দিয়ে চাল কিনলেও কৃষক সেটা পাচ্ছে না। খাদ্য মন্ত্রণালয় ইতিমধ্যে ধান কেনা শুরু করেছে। ইতিমধ্যে হাওড় এলাকা থেকে ধান কেনা হয়েছে। ধান এতই উৎপাদন হয়েছে কিছুতেই ধানের দাম বাড়ছে না।’

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -