নিউজ টাঙ্গাইল ডেস্ক : আগামী ২৫ জুলাই টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ৪ নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। বন্যার কারণে সঠিক সময়ে নির্বাচন হবে কিনা তা নিয়েও রয়েছে শঙ্কা। তারপরও বসে নেই আওয়ামী লীগ। এ উপ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এ কে এম কামরুজ্জামান মনিকে নৌকা প্রতীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে সদর ইউনিয়ন সহ উপজেলা আওয়ামী লীগ এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। এর সাথে আরও যুক্ত হয়েছে উপজেলার মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা।
আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে রোদ বৃষ্টি ও বন্যার পানি উপেক্ষা করে সদর ইউনিয়নের প্রতিটি অলি গলি চষে বেড়াচ্ছেন। করছেন উঠান বৈঠক , সভা ও সমাবেশ । ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের বিবরন তুলে ধরে আগামী দিনে সদর ইউনিয়ন নিয়ে তাদের পরিকল্পনা উপস্থাপন করে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করছেন।
গত কয়েক দিন যাবৎ উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলার সদর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আওয়ামী লীগের উন্নয়ন সম্বলিত লিফলেট বিতরন করে জনগনকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানাচ্ছেন।
আগামী উপ নির্বাচন নিয়ে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়াম বলেন, আওয়ামী লীগ গনতন্ত্রে বিশ্বাসী একটি দল। গত জাতীয় সংসদ নির্বাচনে নাগরপুরের জনগন আওয়ামী লীগকে ভালবেসে নৌকায় ভোট দিয়েছে। আশা করছি এবার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনেও জনগন নৌকার প্রার্থীকেই বেছে নিবে।
নির্বাচনী প্রচারনার শেষ সময় মঙ্গলবার (২৩ জুলাই) সকালে সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়ামের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শেখ কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. আনিসুর রহমান, যুগ্ম সম্পাদক আব্দুল আলীম দুলাল, নাজমুল হক তপন, সাংগঠনিক সম্পাদক শাহীদুল ইসলাম অপু, মো.জাহিদুল ইসলাম, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহান মিয়া, সা:সম্পাদক মো. লিয়াকত হোসেন সহ নাগরপুর সদর ইউনিয়নের বিভিন্নস্তরের আওয়ামী লীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা আগামী উপ নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে উপস্থিত সকলের প্রতি প্রতিটি ঘরে ঘরে গিয়ে ভোট চাওয়ার আহবান জানান।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।