না বলা কথা…. শাহ আলম সানি

0
552
News Tangail

না বলা কথা
শাহ আলম সানি

না বলা কথাগুলো
বলতে চেয়েছিলাম
একদিন একটু সময় দিও
কত কথাই তো বলেছি
তোমার সাথে
তবু কিছু কথা
বলার বাকি ছিল।
তুমি তো ব্যস্ত লোক
স্বামী, সংসার, বাচ্চা
কত কিছু সামলাতে হয় তোমার
তুমি তো দায়িত্বশীল গৃহিণী
তোমার শুধু কাজ আর কাজ
তারপরেও কাজের ফাঁকে
কোন একদিন, তোমার সময় মত
একটু সময় দিও।
আমার সময় আছে
যথেষ্ট সময়
ভবঘুরে মানুষ আমি
আমার আর কিসের কাজ
আমি কাজ করবো কার জন্য
কিসের জন্য
কাজের কি প্রয়োজন
কাজ করে দিন শেষে
ঘরে এসে
তোমাকেই যদি না দেখি।
আমি একলা মানুষ
ঘর নাই, বাড়ি নাই
সংসারের ঝামেলা নাই
কখনো খাই , কখনো না খাই
দিন চলে যায়
রাত চলে যায়
কখন, কেমনে জানি না
আমার আলাপ বাদ।
আবারো বলছি
খুব ইচ্ছে করছে
তোমার সাথে কথা বলতে
কোন একদিন
কোন এক জায়গায়
হয়তো নদীর ধারে
নয়তো পুকুর পাড়ে
তুমি আমি পাশাপাশি বসে
বলবো হৃদয়ে জমে থাকা
বাদ বাকি কথাগুলো।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।