না বলা কথা
শাহ আলম সানি
না বলা কথাগুলো
বলতে চেয়েছিলাম
একদিন একটু সময় দিও
কত কথাই তো বলেছি
তোমার সাথে
তবু কিছু কথা
বলার বাকি ছিল।
তুমি তো ব্যস্ত লোক
স্বামী, সংসার, বাচ্চা
কত কিছু সামলাতে হয় তোমার
তুমি তো দায়িত্বশীল গৃহিণী
তোমার শুধু কাজ আর কাজ
তারপরেও কাজের ফাঁকে
কোন একদিন, তোমার সময় মত
একটু সময় দিও।
আমার সময় আছে
যথেষ্ট সময়
ভবঘুরে মানুষ আমি
আমার আর কিসের কাজ
আমি কাজ করবো কার জন্য
কিসের জন্য
কাজের কি প্রয়োজন
কাজ করে দিন শেষে
ঘরে এসে
তোমাকেই যদি না দেখি।
আমি একলা মানুষ
ঘর নাই, বাড়ি নাই
সংসারের ঝামেলা নাই
কখনো খাই , কখনো না খাই
দিন চলে যায়
রাত চলে যায়
কখন, কেমনে জানি না
আমার আলাপ বাদ।
আবারো বলছি
খুব ইচ্ছে করছে
তোমার সাথে কথা বলতে
কোন একদিন
কোন এক জায়গায়
হয়তো নদীর ধারে
নয়তো পুকুর পাড়ে
তুমি আমি পাশাপাশি বসে
বলবো হৃদয়ে জমে থাকা
বাদ বাকি কথাগুলো।