নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলে যমুনা নদীতে পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে গিয়ে ভলগেটের উপর দাড় করিয়ে ছবি তোলার সময় নদীতে পড়ে যায় রাবেয়া (৫) নামের এক শিশু।
এরপর প্রায় ৪০ঘন্টা নিখোঁজ থাকার পরক শুক্রবার (১৬আগস্ট) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে বুধবার (১৪ আগস্ট) বিকাল ৫ টার দিকে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের ল্যাংড়া বাজার এলাকায় নিখোঁজ হয় শিশু রাবেয়া। তিনি উপজেলার নিকরাইল ইউনিয়নের সিরাজকান্দি গ্রামের এরশাদ আলীর মেয়ে।
উল্লেখ্য, বুধবার (১৪ আগস্ট) বিকাল ৫ টার দিকে রাবেয়ার বাবা রাবেয়াকে ভলগেটের উপর দাড় করিয়ে ছবি তোলার সময় রাবেয়া যমুনা নদীতে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুজি করে তার কোন সন্ধান না পেয়ে খবর দেয় পুলিশ ও ফায়ার সার্ভিসকে।
তারা এসে উদ্ধার কাজ চালালেও ঘটনাস্থলে অতিরিক্ত ভলগেট থাকায় উদ্ধার কাজ ব্যাহত হওয়ায় তার কোন সন্ধান পায়নি । এরপর প্রায় ৪০ঘন্টা নিখোঁজ থাকার পর শুক্রবার সকালে ঘটনাস্থলেই তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে গেছে স্বজনরা।