নির্বাচনের ছড়া
শাহ আলম সানি
আসছে দেশে নির্বাচন
ভুলাইতে পাবলিকের মন
প্রার্থীদের মুখে মধুর সুর
ভোটের জন্য দিশে হারা
ঘুরছে সকল গ্রাম পাড়া
সকাল, দুপুর, রাত্রি, ভোর।
প্রার্থীরা সব দুধের শিশু
পারে না তারা উল্টিয়ে
ভাজা মাছ খেতে
ক্ষমতাটা পাওয়ার পর
পাল্টাবে তাদের অন্তর
যেকোনো ভাবে তারা
ভোট টি চায় পেতে।
প্রার্থীরা সব জনগণের বন্ধু
আমরা তাদের মা বাবা ভাই
দেখা হলে সালাম করে
কেউবা আবার পায়ে ধরে
আসলে কিন্তু অভিনয়
সকল জনগণকে বলে যাই।
আমরা পাবলিক বোকা
ওরা, আমাদের দেয় ধোকা
নেতা নির্বাচনে আমরা
বারবার করি ভুল
কাটা কে আমরা গ্রহণ করি
ভেবে সুন্দর ফুল।।