বৃহস্পতিবার, মার্চ ৩০, ২০২৩
Homeদেশের খবর‘পাওনা টাকা না পেয়ে দলবেঁধে ধর্ষণ’ ও হত্যা; পরিশেষে!

‘পাওনা টাকা না পেয়ে দলবেঁধে ধর্ষণ’ ও হত্যা; পরিশেষে!

এই নারীর ভাংগারির ব্যবসায়ে গ্রেপ্তারদের দুজনের লগ্নি ছিল; ব্যবসায়ের টাকার দ্বন্দ্বে ধর্ষণ ও হত্যার ঘটনা হয় বলে র‌্যাবের ভাষ্য।

‘ব্যবসায়ে লগ্নির টাকা ফেরত না পেয়ে’ একদল লোক এক নারীকে দলবেঁধে ধর্ষণের পর হত্যা করেছে বলে র‌্যাব জানিয়েছে।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার মো. মাজহারুল ইসলাম জানান, এ ঘটনায় বৃহস্পতিবার র‌্যাব চারজনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তাররা হলেন ঘটনার ‘হোতা’ ফরিদপুর জেলার মনিরুজ্জামান (৩৫), সিরাজগঞ্জের আল আমিন (৩০) এবং তাদের সহযোগী সিরাজগঞ্জের মো. সোলায়মান হোসেন ওরফে বাবু ও মো. সাব্বির ইসলাম (১৮)।

গত মঙ্গলবার রাতে আশুলিয়ার গণবিশ্ববিদ্যালয়ের পেছন থেকে ফুলেরটেক এলাকায় একটি পরিত্যক্ত বাড়ির পাশের জঙ্গলে ৪০ বছর বয়সী এই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

বৃহস্পতিবার তার ছেলে (২১) বাদী হয়ে অজ্ঞাত আসামী করে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, মামলা দায়েরের পর র‌্যাব হত্যার রহস্য উদ্ঘাটন ও হত্যাকারীদের গ্রেপ্তারে ছায়াতদন্ত শুরু করে। পরে হোতাসহ চার জনকে গ্রেপ্তার করা হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারদের স্বীকারোক্তির বরাতে র‌্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই নারী ভাংগারির ব্যবসা করতেন। সেই ব্যবসায়ে মনিরুজ্জামান ১১ হাজার টাকা ও আল আমিনের ৬০ হাজার লগ্নি ছিল। ব্যবসায়ে ক্ষতি হওয়ায় তাদের মধ্যে সম্পর্কের অবনতি হয়। পরে তারা ওই নারীকে টাকার জন্য চাপ দিলে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত শনিবার (১৭ ডিসেম্বর) রাত ৮টার দিকে এই নারীকে কৌশলে ফুলেরটেক এলাকায় ওই পরিত্যক্ত নির্মাণাধীন বাড়িতে নিয়ে চারজনে ধর্ষণ করে। এতে তিনি জ্ঞান হারালে তার পায়জামা গলায় পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যার পর মৃতদেহ জঙ্গলে ফেলে দেয়।

গ্রেপ্তারদের আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -