বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
Homeবিনোদন'পাঞ্জেরী' বাংলা রক ব্যান্ডের নাম

‘পাঞ্জেরী’ বাংলা রক ব্যান্ডের নাম

বিনোদন ডেস্ক: ১লা জানুয়ারি, ২০১৯ সালে যাত্রা লগ্ন থেকেই ভক্তদের নতুন ধারায় গান উপহার দিয়ে আসছেন পাঞ্জেরী নামে বাংলা রক ব্যান্ড দলটি। জানাগেছে, আসছে ঈদুল আযজা কে সামনে রেখে প্রকাশ হতে যাচ্ছে পাঞ্জেরী ব্যান্ডটির থিম সং। কবি ফররুক আহমদ এর বিখ্যাত কবিতা ‘পাঞ্জেরী’ এই দলটির থিম সং এবং ইতিমধ্যে রেকর্ডিংও হয়েছে। গানটি সুর করেছেন ভোকাল এস.কে সাগর শান এবং সংগীত আয়োজন করেছেন রোজেন। আরো জানা গেছে, গানটি প্রকাশ করা হবে পাঞ্জেরী ব্যান্ডের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।

পাঞ্জেরী ব্যান্ডের ভোকাল এস.কে সাগর শান বলেন, থিম সং এর পাশাপাশি দুটি এলবামের কাজ চলছে। এই এলবাম দুটির ‘রক্ত’ এবং ‘ভাগ্য নেই’ নামে দুইটি গানের কাজ শেষ হয়েছে বলেও জানান তিনি।

পাঞ্জেরী ব্যান্ড দলটির অন্যান্য সদস্য হলেন, কাজী নাইমুর (লীড গিটারিস্ট), সোহেল (বেজ গিটারিস্ট), নীল হামিদ (কীবোর্ড) এবং অঞ্জন সাহা (ড্রামার)।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -