সাইফুল মজুমদার, মাভাবিপ্রবি প্রতিনিধিঃ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ( মাভাবিপ্রবি) প্রক্টর হিসেবে আগামী এক বছরের জন্য পুনঃ নিয়োগ পেয়েছেন ড. মোঃ সিরাজুল ইসলাম। বুধবার বিশ্ববিদ্যালয়ের নবনিযোক্ত প্রক্টর নিজেই এ তথ্য নিশ্চিত করেন।
নবনিযুক্ত প্রক্টর প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলাম বলেন, আমি সব সময় কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি এবং ভবিষ্যতেও করবো। বিশ্ববিদ্যালয় হলো একটি পরিবার। পরিবারের সকলকে সাথে নিয়ে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে অবদান রাখার দৃড় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য, প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড রিসোর্স ম্যানেজমেন্ট (ইএসআরএম) বিভাগে ২০০৭ সালের ১০ নভেম্বর সহকারী অধ্যাপক পদে যোগদান করেন। ২০১৫ সালের ১৮ এপ্রিল তিনি ইসএসআরএম বিভাগে অধ্যাপক পদে নিয়োগ পান। ২০১৩ সালের ১১ জুন থেকে ২০১৫ সালের ১৫ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের ভারপ্রাপ্ত গ্রন্থাগরিকের দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ছয় বার বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের অনুপস্থিতিতে ভাইস চ্যান্সেলরের রুটিন দায়িত্বও পালন করেছেন।