বুধবার, নভেম্বর ৬, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইল সদরটাঙ্গাইল পুলিশ লাইনে নারী কনস্টেবলের আত্মহত্যা

টাঙ্গাইল পুলিশ লাইনে নারী কনস্টেবলের আত্মহত্যা

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইল পুলিশ লাইনের এক নারী পুলিশ সদস্য (কনস্টেবল) নিজ কক্ষে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। বুধবার দুপুরে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

আত্মহত্যাকারী পুলিশ সদস্যের নাম শারমিন আক্তার (২২)। শারমিন আক্তারের বাড়ি ঢাকার ধামরাই উপজেলায়। বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শফিকুল ইসলাম।

তিনি বলেন, টাঙ্গাইল পুলিশ লাইনের কনস্টেবল শারমিন আক্তার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার দুপুরে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট তার মরদেহের সুরতহাল রিপোর্ট করেন। তার পরিবারকে খবর দেয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে শারমিনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান পুলিশ সুপার (ডিএসবি) শফিকুল ইসলাম।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -