নিজস্ব প্রতিবেদক, ভূঞাপুর: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখেআওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৪ বছরের নানা উন্নয়ন কর্মকান্ড ও সাফল্যে তুলে ধরতে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ। তিনি বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদকারী ও ভূঞাপু্র উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং ভূঞাপুর পৌরসভা মেয়র।
শনিবার (২৯ জুলাই) বিকাল ৫ টায় গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের বাজারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ডের লিফলেট বিতরণ করেন। এরআগে তিনি ঝাওয়াইল শাখা ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে স্থানীয় আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেন।
এসময় বক্তব্য রাখেন- গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একামত সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান তালুকদার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাহান, সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, সাংগঠনিক সম্পাদক শাহীন, যুগ্ম সম্পাদক এসএম লিটন, ভূঞাপুর উপজেলা আওয়ামী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাহিনুল ইসলাম তরফদার বাদল।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- ভূঞাপুর উপজেলা কৃষি বিষয়ক সম্পাদক আব্দুস ছালাম মন্ডল, গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইকরাম উদ্দিন তারা মৃধা, সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম আমিন, অর্জুনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী মোল্লা, ফলদা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলম, নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মালেক তালকুদকার, পৌর আওয়ামী লীগের সভাপতি বাছেদ মন্ডলসহ স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগসহ বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।