এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইল-০৮ (বাসাইল-সখীপুর) আসনের ৪ বারের সাবেক সংসদ সদস্য অধ্যাপক কৃষিবিদ শওকত মোমেন শাহজাহানের শনিবার (২০ জানুয়ারি) ৪র্থ মৃত্যুবার্ষিকী । এ উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ ও শওকত মোমেন শাহজাহান স্মৃতি ফাউন্ডেশন তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল, কবিতা পাঠ, চিত্রাষ্কন প্রতিযোগিতা, স্মরণসভাসহ দিন ব্যাপি নানা কর্মসূচির আয়োজন করেছে। এছাড়া উপজেলা আওয়ামী লীগ ও তার পরিবাররের পক্ষ থেকে স্থানীয় ডাকবাংলো চত্বরে এক গণভোজের আয়োজন করেছেন।