মঙ্গলবার, অক্টোবর ১৫, ২০২৪
Homeখেলাধুলাফজিলাতুন নেছা মুজিব পদক পে‌লেন টাঙ্গাইলের ফুটবলার কৃষ্ণা রাণী

ফজিলাতুন নেছা মুজিব পদক পে‌লেন টাঙ্গাইলের ফুটবলার কৃষ্ণা রাণী

নিজস্ব প্রতিবেদক: নারীদের জন্য দেশের সর্বোচ্চ সম্মাননা বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক পে‌য়ে‌ছেন ফুটবলার টাঙ্গাইলের গোপালপুরের কৃষ্ণা রাণী সরকার।

মঙ্গলবার (৮ আগস্ট) সকাল ১০টায় ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় নারী ফুটবল দলের সকল খেলোয়াড়কে এ পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর হাত থে‌কে সম্মাননা পদক পদক পাওয়ায় খু‌শি ফুটবলার কৃষ্ণা রানীর প‌রিবার ও এলাকার মানুষজন।

কৃষ্ণা রাণী সরকারের মা নমিতা রানী জানান, নারীদের সর্বোচ্চ সম্মাননা পদক পাওয়ায় প‌রিবা‌রের সবাই আমরা গর্বিত।

পদক পাওয়ার সংবাদে উচ্ছ্বসিত কৃষ্ণা রাণী বাবা বাসুদেব সরকার বলেন, আমার মেয়ে আগেও প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার পেযেছে। বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক মেয়ের সেরা প্রাপ্তি। কৃষ্ণা বারবার দেশের জন্য সম্মান বয়ে নিয়ে আসবে সবসময় এমন আশির্বাদ করি।

কৃষ্ণা রাণী সরকার বলেন, নারীদের জন্য সর্বোচ্চ পদক বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক পেয়ে অন্যরকম ভালো লাগা কাজ করছে। প্রধানমন্ত্রী পদকের পাশাপাশি জাতীয় দলের সকল খেলোয়াড়কে এক লাখ করে টাকা প্রদান করেন। প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -