ফেসবুকে ছেলেধরার গুজব ছড়ানোর অভিযোগে যুবলীগ নেতা কারাগারে

0
172

ঝালকাঠি প্রতিনিধি: যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছেলেধরার গুজব ছড়ানোর অভিযোগে রিয়াজুল মোর্শেদ তালুকদার নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় গাবখান সেতু এলাকা থেকে তাকে আটক করা হয়। রিয়াজ শহরের কালিবাড়ি ধোপারচর এলাকার হাবিবুর রহমান তালুকদারের ছেলে।

পুলিশ জানায়, রিয়াজ তার ফেসবুক আইডিতে ছেলেধরার গুজব ছড়িয়ে শান্তিশৃঙ্খলা ভঙ্গের চেষ্টা করে। এ ঘটনায় পুলিশ তাকে গাবখান সেতু এলাকা থেকে আটক করে থানায় নেয়।

ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন নিউজ টাঙ্গাইলকে বলেন, তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সম্পৃক্ততা পাওয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে এসআই আনোয়ার হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন। বৃহস্পতিবার বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত কারাগারে প্রেরণের নির্দেশ দেয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।