নিউজ টাঙ্গাইল ডেস্ক: মহান বিজয় দিবসে একাত্তরের বীর শহীদদের রুহের মাগফেরাত কামনা অনুষ্ঠানে বঙ্গবন্ধুর খুনীদের বেহেস্ত নসীব কামনা করার অপরাধে আটককৃত টাঙ্গাইলের গোপালপুরে দারুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. ফায়জুল আমীর সরকারকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ রোববার (১৭ ডিসেম্বর) সকালে আমলী আদালত গোপালপুর অঞ্চলের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া এ আদেশ দেন। টাঙ্গাইল কোর্ট ইন্সপেক্টর আনোয়ারুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ৮টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণের পূর্বে একাত্তরে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়ার আয়োজন করে উপজেলা প্রশাসন। এ দোয়া অনুষ্ঠানে মোনাজাতে নের্তৃত্ব দেন গোপালপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. ফায়জুল আমীর সরকার। দোয়া পরিচালনার একপর্যায় তিনি বলেন, ‘হে আল্লাহ তুমি পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যাকারি, যাদের ফাঁসি হয়েছে তাদের বেহেস্ত নসীব করো। হে আল্লাহ তুমি বিচারের পর তাদেরকে বেহেস্ত নসীব করো।’
এ ঘটনার পরপরই অধ্যক্ষ ড. ফায়জুল আমীর সরকারকে গোপালপুর থানা পুলিশ আটক করে। পরে টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড সংসদের সাবেক কমান্ডার আব্দুল কাদের তালুকদার বাদী হয়ে অধ্যক্ষ ড. ফায়জুল আমীন সরকারের বিরুদ্ধে গোপালপুর থানায় শনিবার রাতে ১৯৭৪ সালের বিশেষ ক্ষতমা আইনের ১৬ ধারায় মামলা দায়ের করেন।
টাঙ্গাইল কোর্ট ইন্সপেক্টর আনোয়ারুল হক বলেন, রোববার সকালে অধ্যক্ষ ড. ফায়জুল আমীর সরকারকে আদালতে হাজির করা হলে আমলী আদালত গোপালপুর অঞ্চলের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া জামিন আবেদন নামঞ্জর করে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেন, রোববার সকালে অধ্যক্ষ ফায়জুল আমীরকে আদালতে নেওয়া হয়। তিনি আরো বলেন, ফায়জুল আমীর জামায়াত-শিবির কিংবা রাষ্ট্রবিরোধী জঙ্গি সংশ্লিষ্ট কোন কর্মকা-ের সাথে জড়িত কিনা সেব্যাপারে তার এলাকাসহ বিভিন্ন জায়গায় খোঁজ-খবর নেওয়া হচ্ছে।
জানা যায়, অধ্যক্ষ ড. ফায়জুল আমীর সরকার কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার কাশিমনগর গ্রামের আব্দুল মান্নান সরকারের ছেলে।
তিনি গোপালপুর দারুল উলুম কামিল মাদ্রাসায় ২০০৯ সালে যোগদান করেন। এর আগে তিনি কুমিল্লা শহরের একটি মাদ্রাসায় এক বছর ও জামালপুর জেলার সরিষাবাড়ির উপজেলার আরামনগর কামিল মাদ্রাসায় ৫ বছর শিক্ষকতা করেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।