সোমবার, সেপ্টেম্বর ২৫, ২০২৩
Homeটাঙ্গাইল জেলাকালিহাতীবঙ্গবন্ধু সেতুতে ঈদে ঘুরাঘুরি শেষে বাড়ি ফেরার পথে প্রাণ গেল ৩ জনের

বঙ্গবন্ধু সেতুতে ঈদে ঘুরাঘুরি শেষে বাড়ি ফেরার পথে প্রাণ গেল ৩ জনের

নিজস্ব প্রতিবেদক: ঈদের দ্বিতীয় দিনে ঘুরাঘুরি শেষে বাড়ি ফেরার পথে টাঙ্গাইলের কালিহাতীতে বাস-ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালকসহ দুইযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও ৩ থেকে ৪ জন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (৩০ জুন) বিকাল ৫ টার দিকে উপজেলার ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- টাঙ্গাইল পৌর শহরের দক্ষিণ নোটারী পল্লী এলাকার অটোরিকশা চালক ও শাহজাহানের ছেলে বাবু (৩৫), আতোয়ার রহমানের ছেলে আওয়াল মিয়া (১৭), ও রিপন মিয়ার ছেলে ফখরুদ্দিন (১৬)। তারা দুইজনেই অটোরিকশার যাত্রী ছিলেন। আওয়াল ও ফখরুদ্দিন বন্ধু ছিলেন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

আওয়াল মিয়ার মামা রায়হান মিয়া জানান, ঈদ উপলক্ষ্যে ওরা ১১ জন বন্ধু ঘুরতে বের হয়েছিল। পথিমধ্যে ওদের অটোরিকশার সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অটোচালকসহ তিনজনকে মৃত ঘোষণা করেন। নিহতদের মরদেহ বাড়িতে আনা হয়েছে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহিদ হাসান এ তথ্য নিশ্চিত করে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা গোপালপুরগামী এক দ্রুতগামী বাস বিকাল ৫ টার দিকে এলেঙ্গা বাসস্ট্যান্ডে পৌঁছে। পথিমধ্যে বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে ছেড়ে আসা একটি অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে আহত অটোতে থাকা চালকসহ যাত্রীরা।

তিনি জানান, পরে আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা ওই তিনজনকে মৃত্যু ঘোষণা করেন। আহতরা চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি। তবে, বাসটিকে জব্দ করা না গেলেও অটোরিকশাটি হেফাজতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -