সোমবার, মার্চ ২০, ২০২৩
Homeটাঙ্গাইল জেলাবঙ্গবন্ধু সেতুতে সাড়ে ৩ ঘণ্টাপর টোল আদায় শুরু, যানচলাচল স্বাভাবিক

বঙ্গবন্ধু সেতুতে সাড়ে ৩ ঘণ্টাপর টোল আদায় শুরু, যানচলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক: অতিরিক্ত ঘনকুয়াশায় দুর্ঘটনা এড়াতে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু দিয়ে সব ধরণের যানবাহন পারাপার সাড়ে ৩ ঘণ্টা বন্ধ থাকার পর টোল আদায় শুরু করেছে বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ। রবিবার (১৮ ডিসেম্বর) ভোররাত ৪ টা থেকে টোল আদায় বন্ধ থাকে। পরে ঘনকুয়াশা কমে গেলে সকাল ৮ টা টোল আদায় শুরু হয়।

এরআগে ভোর রাত ৪ টা থেকে সেতু দিয়ে যানবাহন পারাপার (টোল আদায়) বন্ধ থাকার কারণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধৃ সেতু মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে এলেঙ্গা পর্যন্ত উভয় পাশে যানবাহনের দীর্ঘলাইন হয়ে যায়। ফলে যানজট সৃষ্টি হয়। এতে অনেকটা দুর্ভোগ পড়েন যাত্রী ও চালকরা।

বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসান মাসুদ বাপ্পী জানান, অতিরিক্ত ঘনকুয়াশার কার‌ণে যানচলাচল ব্যবহৃত হচ্ছিল। ফলে সেতু উপর ও মহাসড়কে দুর্ঘটনা এড়া‌তে টোল আদায় বন্ধ রাখা হ‌য়ে ছিল। কুয়াশা ক‌মে যাওয়ায় সকাল ৮টার দিকে দৃ‌ষ্টিসীমা ৬০ মিটার অ‌তিক্রম কর‌লে টোল ফের আদায় শুরু হয়। এখন যানচলাচল স্বাভাবিক।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -