নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বন্যা কবলিত চরাঞ্চলে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে টাঙ্গাইল জেলা বিএনপির নেতা-কর্মীরা।
শনিবার (৫ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার কুঠিবয়ড়া, শশুয়া, রামাইল ও বাসুদেবকোল এলাকার প্রায় পাঁচ শতাধিক পরিবারের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি শামছুল আলম তোফা, জেলা বিএনপির প্রচার প্রকাশনা সম্পাদক ও জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক একেএম মনিরুল হক, ভূঞাপুর উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান, পৌর বিএনিপর সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান গিয়াস প্রমুখ।