নিউজ টাঙ্গাইল ডেস্ক : যথাসময়ে পদক্ষেপ না নেয়ায় বন্যা ও ডেঙ্গু নিয়ন্ত্রনে সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী ড.খ. মোশারফ হোসেন।
বন্যার আগেই ভারতের সাথে কথা বলে বাংলাদেশের উজানের গেইট গুলি নিয়ন্ত্রন করা যেত। কিন্তু সরকার তা করতে পারেনি। আজ রোববার দুপুরে টাঙ্গাইলের ভূঞাপুরে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন কালে তিনি এ কথা বলেন। এ সময় সাবেক এই স্বাস্থ্যমন্ত্রী বলেন সময়মত পদক্ষেপ না নেয়ায় সরকার ডেঙ্গু মোকাবেলায় সম্পূর্ন ব্যর্থ হয়েছে। ডেঙ্গু আজ দেশে মহামারি আকার ধারন করেছে বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য ইকবাল মাহমুদ টুকু, যুবদলের সাধারন সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ও জেলা বিএনপির সাধারন সম্পাদক ফরহাদ ইকবাল প্রমখ।