নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইলে ইয়াবাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ঢংপাড়া এলাকা থেকে তাদেরকে ১৪ পিস ইয়াবাসহ আটক করা হয়।
আটককৃতরা হলেন- উপজেলার কাঞ্চনপুর ঢংপাড়া গ্রামের প্রকাশ সরকারের ছেলে সুব্রত সরকার (২৫) ও একই গ্রামের বাদল মিয়ার ছেলে উজ্জল মিয়া (২৯)।
বাসাইল থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর আলম বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে তাদেরকে ইয়াবাসহ আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।’