এনায়েত করিম বিজয়:
টাঙ্গাইলের বাসাইল উপজেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২১ নভেম্বর) উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা কৃষক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম মাস্টার। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়।
উপজেলা কৃষক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আব্দুর রউফের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. শামস উদ্দিন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের), টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়, বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আতিকুল হক আতিক, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মীর শামীম উদ্দিন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক রেজাউল করিম রেজা, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, শাহজাহান আনছারী, সাংগঠনিক সম্পাদক বাবু সুভাষ চন্দ্র সাহা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর ড. সাইফুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সদস্য ও সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শওকত শিকদার, বাসাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা ইঞ্জিনিয়ার একেএম আসাদুল হক তালুকদার, বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং ইনিষ্টিটিউশনের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ,
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউস, সখীপুরের বোয়ালী কলেজের অধ্যক্ষ সাঈদ আজাদ, সখীপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ সরকার মোহাম্মদ আরিফুজ্জামান ফারুক প্রমুখ।
এ ছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ের আ’লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা কৃষক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক খন্দকার মাহবুবুর রহমান পলাশ।
২য় পর্বে কমিটি গঠন প্রসঙ্গে টাঙ্গাইল জেলা কৃষক লীগের সভাপতি জহিরুল ইসলাম মাস্টার বলেন, স্থানীয় এমপি, উপজেলা আওয়ামীলীগ ও ইউনিয়ন কৃষক লীগ নেতৃবৃন্দের সমন্বয়ে উপজেলা কৃষক লীগের নেতা নির্বাচন করা হবে।