এনায়েত করিম বিজয় (বাসাইল):
টাঙ্গাইলের বাসাইল উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নত জাতের সরিষা বীজ ও সার বিতরণ উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে বাসাইল উপজেলা মিলনায়তনে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচি’র আওতায় স্থানীয় সংসদ সদস্য অনুপম শাহজাহান জয় প্রধান অতিথি হিসেবে উপজেলার বিভিন্ন এলাকার ২শ’ ৩০ জন কৃষকের মাঝে বীজ ও সার বিতরণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না’র সভাপতিত্বে বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবি, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল ফারুক বলেন, পর্যাক্রমে উপজেলার বিভিন্ন এলাকার আরো ১ হাজার ৩৭২জন ক্ষতিগ্রস্থ ও প্রান্তিক কৃষকের মাঝেও বীজ ও সার বিতরণ করা হবে।