নিউজ টাঙ্গাইল ডেস্ক:
টাঙ্গাইলের বাসাইলে ডাকাতি মামলায় ৩ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গল ও বুধবার রাতে উপজেলার করাতিপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার করাতিপাড়া গ্রামের আব্দুল গণি মিয়ার ছেলে সম্রাট (২৫), একই এলাকার মৃত আব্দুল ছাত্তার মিয়ার ছেলে মফিদুল ইসলাম (২৯) ও তমসের মিয়ার ছেলে রুপন মিয়া (২১)।
পুলিশ জানায়, গত ২৪ আগস্ট রাতে উপজেলার করাতিপাড়ায় এডভোকেট আবুল আজাদের বাড়িতে ডাকাতি হয়। এসময় তার স্ত্রীকে চাপাতি দিয়ে কোপিয়ে আহত করে। এঘটনায় এডভোকেট আবুল আজাদ বাদি হয়ে বাসাইল থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। সেই মামলার প্রেক্ষিতে বাসাইল থানার পুলিশ তাদের গ্রেফতার করে।
বাসাইল থানার ওসি মো. নুরুল ইসলাম বলেন, ডাকাতি মামলার আসামী ৩জনকে গ্রেফতার করে ২০ সেপ্টেম্বর সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। এদের নামে মাদক, ছিনতাই ও ডাকাতির একাধিক মামলা রয়েছে।