নিউজ টাঙ্গাইল ডেস্ক:
টাঙ্গাইলের বাসাইলে “তাসিন ফাউন্ডেশন” নামের একটি সংগঠন দুই প্রতিবন্ধীকে হুইল চেয়ার দিয়েছে। মঙ্গলবার ( ১৫ আগস্ট) বাসাইল প্রেসক্লাবের সামনে শামিম ও সাইফুল নামের দুই শারীরিক প্রতিবন্ধীকে হুইল চেয়ার দেন তাসিন ফাউন্ডেশনের চেয়ারম্যান সরকার মোহাম্মদ আরিফুজ্জামান ফারুক।
এসময় উপস্থিত ছিলেন বাসাইল প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও চ্যানেল আই’র টাঙ্গাইল প্রতিনিধি মুসলিম উদ্দিন আহমেদ, বাসাইল প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম মিয়া, বাসাইল সংবাদ টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক ও প্রকাশক এনায়েত করিম বিজয়, বাসাইল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোঃ রুবেল মিয়া, নিউজ টাঙ্গাইল ডটকমের প্রকাশক সজল আহমেদ, চ্যানেল আই’র ক্যামেরাম্যান মাসুদ রানাসহ অন্যরা।
উল্লেখ্য, সরকার মোহাম্মদ আরিফুজ্জামান ফারুক একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাসাইল-সখীপুর আসন থেকে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী।