নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের বাসাইলে নতুন করে আরও একজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এনিয়ে উপজেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১০জনে। রবিবার (২১ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজুর রহমান এ তথ্যটি জানিয়েছেন।
নতুন আক্রান্ত ওই ব্যক্তি (৩০) উপজেলার জশিহাটী গ্রামের বড়বাড়ি এলাকার বাসিন্দা। তিনি ময়মনসিংহের ভালুকায় ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ হিসেবে কর্মরত। তিনি এখন তার বাড়িতে আইসোলেশনে রয়েছে।
ডা. ফিরোজুর রহমান বলেন, ‘গত ১৫ জুন চারজনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। পরে আজ চারজনের মধ্যে একজনের রিপোর্ট এসেছে। একজনের রিপোর্টেই করোনা পজিটিভ এসেছে। ১৫ জুন পাঠানো আরও তিনজনের রিপোর্ট এখনও আসেনি।’
তিনি আরও বলেন, ‘এনিয়ে উপজেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১০জনে। এদের মধ্যে সুস্থ হয়েছেন দুইজন। বাকি ৮জন চিকিৎসাধীন রয়েছে।