বাসাইল থেকে মাসুদ রানাঃ টাঙ্গাইলের বাসাইলে শাহসুফী সাধক নব্বেছ চাঁন (রঃ) পাগলের দরবার শরীফের উদ্যোগে শুরু হয়েছে দুই দিনব্যাপি ঐতিহাসিক ৩৫তম পবিত্র ওরশ মোবারক।
এ উপলক্ষ্যে বাসাইল উপজেলার বার্থা গ্রামে নব্বেছ চাঁনের মাজারে হাজারো ভক্ত আশেক-আশেকানের ঢল নেমেছে। ১০ ও ১১ ফেব্রুয়ারি ওরশের মূল কার্যক্রম পরিচালিত হলেও কয়েকদিন আগে থেকেই ভক্তদের আগমনে মাজার এলাকা মুখোরিত হয়।
ওরশ উপলক্ষে মাজারের পাশে বসেছে মিষ্টি জাতীয় খাবারের দোকান, বাঁশবেতের তৈজসপত্র, মাটির তৈরি খেলনা, হাঁড়িপাতিল, এবং চিড়া- খইসহ বিভিন্ন দোকানিরা তাদের পসরা সাজিয়ে বসে আছেন।এছাড়া মিলাদ মাহফিল, তবারক বিতরণ ও আধ্মাতিক সঙ্গীত পরিবেশন করা হচ্ছে। ওরশের প্রথম দিনে বাউল শিল্পী তানিয়া দেওয়ান ও মিরাজ দেওয়ান এবং দ্বিতীয় দিনে সংগীত পরিবেশন করেন হেলাল সরকার ও বাউল মাতা আলিয়া বেগম।
নব্বেছ চাঁন (রঃ) দরবার শরিফের পরিচালনা কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা মেয়র আব্দুর রহিম আহমেদ জানান,প্রতিবছর সাহা সুফী সাধক নব্বেছ চাঁনের স্বরণে এই ওরশটি অনুষ্ঠিত হয়।সত্যিকার পরিপূর্ণ ইসলাম কায়েমের জন্য হাজার হাজার ভক্ত গণ আল্লাহর নামে ওলির ওছিলা করে গরু, ছাগল-খাসি,মোরগ মানত করে থাকেন।৩৫ বছর ধরে অত্যন্ত সুষ্ঠ ও সুন্দর পরিবেশে ওরশের সকল কার্যক্রম পরিচালিত হচ্ছে। পরিবেশ স্বাভাবিক রাখতে বহু সংখ্যক সেচ্ছাসেবক নিয়োজিত রয়েছে। নব্বেছ চাঁন (রঃ) স্বরণে প্রতিবছরই এই ওরশের আয়োজন করা হয়।
অনুষ্ঠান পরিচালনা করেন মামুন আল জাহাঙ্গীর ও হারুন অর রশিদ
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন
-
"নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল
SUBSCRIBE করতে ক্লিক করুন।