এনায়েত করিম বিজয়, বাসাইল:
টাঙ্গাইলের বাসাইলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ও বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা,মিলাদ ও গণভোজের আয়োজন করা হয়। বৃহস্পতিবার বিকেলে উপজেলার কাউলজানী ইউনিয়নের কলিয়া ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইলের সংরক্ষিত মহিলা আসনের এমপি মনোয়ারা বেগম ।
এ সময় উপজেলা আওয়ামীলীগ নেতা মো. জুয়েল সরকারের সভাপতিত্বে টাঙ্গাইল শহর আওয়ামীলীগের সভানেত্রী ফেরদৌসী আক্তার রুনু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ মিয়া, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রানা হামিদ লিটন, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুমেস মিয়া, আওয়ামীলীগ নেতা মোতাহার হোসেন প্রমুখ বক্তব্য দেন।