নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের বাসাইল ডিগ্রী কলেজে নবীন বরণের দাবিতে ক্লাস বর্জন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল করে।
এসময় একাদশ শ্রেণীর শিক্ষার্থী মিথুন, সজিব মিয়া, রাতুল ইসলাম, হিমু আক্তার, মাহী আক্তার, তামান্নাসহ শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে এই কলেজে নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে না। কয়েক দফায় আবেদন করেও কোন সারা মিলছে না। কলেজের অধ্যক্ষ এ বিষয়ে কোনও পদক্ষেপ নিচ্ছেন না। এ কারণে আমরা ক্লাস বর্জন করেছি। তারা দ্রুত এ বিষয়ে সংশ্লিষ্টদের পদক্ষেপ নেয়ার দাবি জানান।
এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ ড. হাবিবুর রহমান বলেন, ‘আমি কলেজের বাইরে একটি মিটিংয়ে আছি। শুনেছি শিক্ষার্থীরা ক্লাস বর্জন করেছে। আমি একা সিদ্ধান্ত নিয়ে নবীন বরণের আয়োজন করতে পারি না। গভর্নিং বডির সভাপতি ও সদস্যদের সাথে কথা বলে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।’