শনিবার, নভেম্বর ২, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাবিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে ভূঞাপুরে আ.লীগের আলোচনা সভা

বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে ভূঞাপুরে আ.লীগের আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে বিএনপি-জামায়াতের নৈরাজ্যে ও দেশের উন্নয়নকে ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্রতিবাদে টাঙ্গাইলের ভূঞাপুরে আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুলাই) সন্ধ্যায় উপজেলার নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ন্যাংড়া বাজারস্থ নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় সামনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মতিন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আব্দুল করিম মেম্বারের সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নূরুল ইসলাম তালুকদার মোহন, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদুল হক টুকু প্রমুখ।

বক্তারা বলেন- স্বাধীনতা বিরোধী চক্র বিএনপি-জামায়াত এখনো দেশ বিরোধী গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা দেশের উন্নয়ন চান না। তাই এখন দেশের উন্নয়ন ধ্বংসযজ্ঞে মেতেছে। এদেরকে প্রতিহত করতে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনসহ সকল স্তরের নেতাকর্মীকে আরও ঐক্যবৃদ্ধ হওয়ার আহবান জানান তারা।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -