মঙ্গলবার, অক্টোবর ১৫, ২০২৪
Homeজাতীয়বিএনপি নির্বাচন বানচালের ষড়যন্ত্রে মেতে উঠেছে : তারানা

বিএনপি নির্বাচন বানচালের ষড়যন্ত্রে মেতে উঠেছে : তারানা

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম বলেছেন, বিএনপি আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্রে মেতে উঠেছে। তারা নির্বাচন চায় না বলেই দেশকে অস্থিতিশীল করতে আবারও অগ্নি সন্ত্রাস ও হরতাল-অবরোধের নামে মানুষ হত্যার রাজনীতির পুনরাবৃত্তি ঘটাতে চাইছে।

শনিবার বিকেলে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধুবড়িয়ায় ঈদবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তারানা হালিম বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সব দলের অংশ গ্রহণে একটি গ্রহণযোগ্য স্বচ্ছ নির্বাচন করতে চায় বলেই বিএনপিকে নির্বাচনে অংশ নেয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। এরপরও যদি বিএনপি নির্বচনে না আসে তবে যথা সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। কারণ একটি দলের জন্য পৃথিবীর কোথাও নির্বাচন থেমে থাকার নজির নেই।

এ সময় অন্যান্যের মধ্যে আওয়ামী লীগ নেতা বিশিষ্ট ক্রীড়াবিধ মো. খুরশিদ আলম বাবুল, দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিবলী সাদিক, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোকছেদুর রহমান রিপন, ইউপি চেয়ারম্যান মো. মতিয়ার রহমান, যুবলীগ নেতা এমএফ কবির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -