নিজস্ব প্রতিনিধি: ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপ-নির্বাচনে ভোট ডাকাতি এবং বিএনপি’র নেতা-কর্মীদের মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে টাঙ্গাইলে জেলা বিএনপি’র বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ রভেম্বর) সকালে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের নেতৃতে বেবিষ্ট্যান্ড এলাকায় এ সমাবেশের আয়োজন করা হয়।
পরে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের হলে পুলিশি মিছিলটি আটকে দেয়। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল,
বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন জেলা বিএনপির সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ্, জিয়াউল হক শাহীন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম, আনিছুর রহমান আনিছ, খন্দকার রাশেদুল আলম রাশেদ, সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী, শফিকুর রহমান খান শফিক, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আকন্দ, মহিলাদলের সভাপতি নিলুফার ইয়াসমিন, সাধারণ সম্পাদক মমতাজ করিম,
এসময় বক্তারা অবিলম্বে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় আন্দোলন সংগ্রামের মাধ্যমে দাবি আদায়ে বাধ্য করা হবে বলে হুশিয়ারি দেন নেতারা।