কাতারে চলতি ফুটবল বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলকে হারাল ক্রোয়েশিয়া। গতবার ফাইনালে হেরেছিল ক্রোয়েশিয়ার দল। একই সময়ে, ২০১৪ সাল থেকে ব্রাজিল সেমিফাইনালে উঠতে পারেনি। তারা শেষবার ২০১৮ সালে কোয়ার্টার ফাইনালে হেরেছিল। এবারেও সেমিফাইনালে উঠতে পারল না ব্রাজিল।
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে হারিয়ে কাতার বিশ্বকাপের জায়গা পাকা করল ক্রোয়েশিয়া।
সেমিফাইনালে জায়গা পাকা করল ক্রোয়েশিয়া
টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা পাকা করল ক্রোয়েশিয়া।